পূর্ব দিগন্তে যে সূর্য সোনালী আলো ছড়ায়,
সেই সূর্য দিনান্তে অস্তাচলে গেলে অন্ধকার ঘনায়,
আপন সুখের আনন্দে অযথা
গর্বিত বোধ কোরোনা,
সুখের দিগন্তে হঠাৎ রাহুগ্রাস বিলম্বিত হবেনা,
জীবনের সম্পর্কগুলো ঊষার সূর্যোদয় ও দিনান্তের সূর্যাস্ত,
এখন যেটা নিজের তখন পরের মর্জি মত,
মনের মানুষের আশার স্বপ্নভঙ্গের কারণ হয়োনা,
জীবন দরিয়ায় স্বার্থপরতার সাম্পান চালনা কোরোনা,
অন্ধবিশ্বাসটা যেদিন ভঙ্গ হবে কল্পনার সৌধের মত,
সেদিন মিথ্যার কাঠামোটা কংকালসার হব তত,
অভিমানী মন বোঝেনা মায়ার
বাঁধন ভাঙ্গে কিসে,
আচমকা বিস্ফোরণে আকাশ ভেঙ্গে পড়ে স্বপ্নের আবেশে।