অভিমান ভেঙে যদি একবার দেখতিস পিছন ফিরে!!
ভেঙে পড়ত প্রাগৈতিহাসিক জীর্ণ মায়া শিকলের বাঁধন।
বহু যুগের বন্ধ্যা কৃষ্ণচুড়া আবার ও লাল রঙে হতো রঙিন।
বহু পুরোনো খয়েরী ডায়েরিতে আবার ও লেখা হতো নতুন হরফ।
বিবর্ণ ফ্যাকাশে হয়ে আসা মন আবার ও দেখত শরতের নীল আকাশের স্বপ্ন।
অনেক বছর ধরে চুপ করে থাকা ঠোঁট দুটোতে ভর করতো ঝর্ণার উচ্ছ্বাস।
শুকনো চোখ দুটোতে হয়তো আবার ও নামতো শ্রাবণ।
কিন্ত? তুই ফিরে দেখলে তো!
থম মারা এক আকাশের মতো, তোর অহং তোকে নিয়ে গেছে ঠিকানাবিহীন নিরুদ্দেশের দেশে।
হরেকরকম অভিযোগ, অভিনয়, অভিমানের স্তুপের নীচে চাপা থাকল ভালোবাসার লাল রক্ত গোলাপ।
ভালোবাসার এক চিলতে আকাশের ইজারা নেওয়ার ইচ্ছেটুকু গিলে শেষ করল অবিশ্বাসের চোরা স্রোত।
অভিমান ভেঙে যদি একবার দেখতিস পিছন ফিরে!!
সত্যি সত্যি সত্যি হতো সব!
দেখতে হতো না ভালোবাসার শব!
তিস্তার খরস্রোতে ভেসে যেত না খেলাঘর।
যদি একবার দেখতিস পিছন ফিরে!
স্বপ্নের গন্ধরাজ পড়তো না ঝরে!
যদি একবার……..