গাছের দুই কর্ণিয়া ছলছল ছলছল
হাতে আমার শাণিত করাত দেখে,
হন্তা এসেছে যেন দয়া-মায়া ছেড়ে
অবিরল কান্না থামে না কখনো।
ভুলেছি আমি অক্লেশে অনায়াসে
ছায়ার শান্তি, অক্সিজেনের মন্বন্তর,
বন্যা-খরাও নেই মানসিক চিত্রে
শুধুই অর্থে বিকোয় বিবেকের নাড়িনক্ষত্র।
গাছের অন্তর-ভাষা অবুঝের মতন
ঠেলেছে দুর্বিত্তের প্রাণ, তরু-প্রাণের যাবতীয়
দুঃখ দু হাতে ঠেলে জবরদখল প্রকৃতির ক্রোড়,
করাত নিতেও কাঁপল না দুটি হাত
কারণ অপেক্ষায় রক্ত মাখানো ভয়াল ভোর।