আজকাল তোর বদ অভ্যেসটা বড্ড বেড়েছে জানিস …..
সময় নেই অসময় নেই কেবল তোকেই হাতড়ে বেড়ায় ……
অলি গলি চিলেকোঠা ঠাকুর দালান সর্বত্র ।
কুয়াশার গায়ে তোর উষ্ণতার হিম ,
আমার চোখ ঠোঁট হয়ে চিবুকে এসে জমেছে ।
তুই জুড়ে কেবল আলসেমিরা ,
একাকিত্ব চায় সারাক্ষণ ।
তৃষ্ণার্ত হৃদয় চাতক হয়ে পুড়ে মরতে চায় ,
প্রতি মুহূর্তে তোকে কাছে পাবার আকূলতায় ।
প্রেমিক আমার নয়নাভিরাম সজল অশ্রুধারায় ,
পীরিত আমার দাবানল হয়ে মেতেছে ধ্বংসলীলায় ।
হে পুরুষ আমার প্রকৃতি হয়ে ভাসাও তোমার ভেলা ,
পাল তুলে দাও সাগর মাঝে বাঁধভাসি দরিয়া ।।