রক্ত-কণায় শিহর জাগায় দৃপ্ত তোমার ভাষণ…
মুক্তি জাগে শিরায় শিরায়, প্রাণের উন্মাদন।
ছাব্বিশে মার্চ উচ্চারিত শপথের অঙ্গীকার ,
জাগে জনগন, আকাশ বাতাস স্লোগানে সোচ্চার ।
অভ্যুদয়ের সে গৌরব আর সমৃদ্ধ ইতিহাস,
প্রতিবন্ধক-প্রাচীর ভাঙে জাগরণের অভিলাষ।
অবিসংবাদ তোমার অর্জন বসুধায় চির বরেণ্য,
লাল-সবুজের পতাকা ওড়ে গৌরবে অগ্রগণ্য।
এই বঙ্গে চিরভাস্বর কালজয়ী তোমার মুখ…
বাঙালি একক, এ-বিশ্ব মাঝে গর্বে ভরেছে বুক।