অবুঝ বিশ্বাসে ধরে ঘুন
বদলায় রূপ উদভ্রান্ত চরিত্রেরা,
নির্বাসিত কক্ষে বন্দি জীবন
সম্পর্কে দাগ টানে লক্ষণরেখা।
চিত্তে প্রহসনের ছন্দ ধ্বনিত
প্রেমিক মাতে শরীরী খেলাঘরে,
উত্থিত আবেগ নিছকই এক মোহ
শ্রান্ত প্রেম প্রতিহিংসার সুর তোলে ।
অবুঝ বিশ্বাসে ধরে ঘুন
বদলায় রূপ উদভ্রান্ত চরিত্রেরা,
নির্বাসিত কক্ষে বন্দি জীবন
সম্পর্কে দাগ টানে লক্ষণরেখা।
চিত্তে প্রহসনের ছন্দ ধ্বনিত
প্রেমিক মাতে শরীরী খেলাঘরে,
উত্থিত আবেগ নিছকই এক মোহ
শ্রান্ত প্রেম প্রতিহিংসার সুর তোলে ।