রাষ্ট্র পেরিয়ে পতনের বাস্তিলে
ওরা পাতে নেশার চৌকাঠে মাথা,
শান্তির হাহাকার নেমেছে জীবনে
গড়েছে ধ্বংসের নিশ্চুপ ইতিকথা।
স্লোগানের শেষ নীতিকথা যেন
দরজায় স্বঘোষিত কড়া নাড়ে,
চাতকের শিরদাঁড়া বেয়ে নামে
বিষাক্ত ফাংগাস বিষন্ন অন্ধকারে।
অবিশ্বাসের মার্জিন আঁকে শিরায়
ধমনী জুড়ে বিষাক্ত নাটকের উল্লাস,
এলোমেলো চাদরে জমায় গোপন আঁতাত
সভ্যতার মোড়কে চাপা-কান্নার আভাস।
বস্তির কঙ্কাল ধুঁকছে খিদেতে
পরিবর্তনের শোরগোল কাতারে কাতারে,
ভোটের বাক্সে লাশের পাহাড়
শকুন ঘুরছে শহর জুড়ে।