মোহিনীর ভুবন ভুলানো হাসি
নিত্য নতুনত্বে কত মন প্রত্যাশী
স্বপ্নীল আকুলতা অকূলে ভেসে যায়-
অর্বাচীন মোহ মিথ্যায় জ্যোৎস্না মাখায়।
ধরাশায়ী ,আকন্ঠ নিমজ্জিত প্রেমবিষে
সাবধান বাণী ছিলো বিহঙ্গের শীষে
আচ্ছন্নতায় আবেষ্টিত নির্লজ্য অভিনয়
প্রলোভন শুষে , শুষে ভাগ্যকে দুষে- বিবেক ক্ষয়।
আমি তো গনতন্ত্রের মুক্তি চেয়েছি
যা বন্দী – শিশুর নির্বাক মুখেই দেখেছি।
আখাঙ্কার ধ্বজার ক্রুর হাসি, কাপছে সময়
আর কবে শতাব্দীর কণ্ঠে জাগবে দ্রোহ, প্রত্যয় ?