যে ভাইয়ের রক্তে আজ রাঙ্গিয়েছো হাত
সেই রক্তের রং টি কি…?
একফোঁটা রক্তদানে যখন প্রাণ ফিরে পায় এক একটি জীবন…
সেই রক্তের রং টি কি…?
জাত-পাত, জাতি-ধর্ম নির্বিশেষে সকলের রক্তই তো লাল!!
তবে কেনো আমরা করি হানাহানি…..!!
প্রকৃতি স্রষ্টার তো কোনো জাত নেই, নেই কোনো ধর্ম!!
সে তার আপন খেয়ালে সৃষ্টি করেছে এক উত্কৃষ্ট জীব আর তাতে যোগ করেছে মান-হুঁশ….
আমরা সেই হুঁশের কদর করিনা…
আমরা তো স্রষ্টার ওপরে নিজেদের রাখি…
তাইতো জাতি-ধর্ম, জাত-পাত নিয়ে আমাদের এতো বড়াই!!
মান-হুঁশটা যেন কোথায় কোন বিষাক্ত সাপের গহ্বরে ঢুকে গেছে,
আজ যেন চারিদিক বিষের ছড়াছড়ি,
আকাশে বিষ, বাতাসে বিষ, সমাজে বিষ, সংস্কারে বিষ, মনে বিষ…!
বিষাক্ত বাতাসের জ্বালায় স্রষ্টা আজ কাঁদছে!!
স্রষ্টার এই আর্তনাদে আজ আমাদের উল্লাস দেখে কে…!
আমরা হলাম জাত-পাত, জাতি-ধর্মের মেকী ধ্বজাধারী,
প্রকৃত মানবতার ধর্মতে হিংসা গুলে গলাধঃকরণ করেছি তাই হিংসার বিষ তো বমি হয়ে চারিদিক দুর্গন্ধ ছড়াবেই!
চলুক আমাদের হিংসা…
চলুক আমাদের হানাহানি…
ধর্ম আমাদের কখনই এসব শেখায় না কিন্ত মান-হুঁশের চোখে ছানি পড়েছে, তাই তার দৃষ্টি আজ অস্বচ্ছ!
মানুষের মানবিকতায় পড়েছে স্বার্থের প্রলেপ, তাইতো মানবিকতা আজ শ্বাসকষ্টে জর্জরিত!
বিবেক-বুদ্ধিগুলো আজ অট্টহাস্য করে বলছে….
আমরা বদলে গেছি…
আমরা বদলে গেছি…
আমরা মানবতাকে ভুলে পতনকে ভালবেসেছি….!
জানিনা, এর শেষ পরিণতি কি….!!!!