বন্ধু বিয়ের আগে কত প্রতিশ্রুতি কত কথা বলেছিলি
বলেছিলি তোর ভালোবাসায় বসন্ত আসবে রোজ
রোজ ভাবি আচমকা আমার কাছে এসে জড়িয়ে ধরবি
ধরবি আমায় সোহাগ চুম্বনে ভরিয়ে দিতে
দিতে পারিস আমার হারিয়ে যাওয়া সকল সুখ
সুখ পাখি কোন ফাগুনে উড়ে গেছে নীল দিগন্তে
দিগন্তে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে পুঞ্জীভূত কালো কালো মেঘ
মেঘ তুমি সুখে দুঃখে বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারো
পারো আমার মনের গহীনে সুপ্ত ব্যথার মলম লাগিয়ে দিতে
দিতে যখন পারবি না তখন কিসের জন্য প্রতিশ্রুতি
প্রতিশ্রুতি দিয়েছিলি একসাথে আমার সাথে কাটাবি জীবন
জীবন কাটছে তবে বসন্ত আর আসে না কেন !
কেন বলতে পারিস কিসের জন্য ছিল আমার প্রতি তোর এত অবহেলা
অবহেলা করেছিস এমন কি নিজের সন্তানের প্রতি
প্রতি পল ভাবি তুই আচমকা আসবি আমার কাছে
কাছে এসে বলবি আবেগ ভরা কত ভালো লাগার কথা
কথা কোথায় হারিয়ে গেছে তুই চলে গেছিস বহুদূর
বহুদূর থেকে দেখতে পাচ্ছিস তোর ফেলে যাওয়া চোরাবালির সংসার
সংসার কাঁদছে সারাক্ষণ তোর ফিরে আসার অপেক্ষায়
অপেক্ষায় আছি,থাকব চিরকাল ফিরে এসো বন্ধু।।