দাঁড়িয়ে আছি অপেক্ষার দরজায় টোকা মেরে,
আগলটাকে আগলে রাখি নির্বাক ব্রতকথায়,
এগিয়ে আসে পদধ্বনি,
কিছু মন্দ্রিত ফিসফাস,
চিন্তাগুলো ঘুরপাক খায় বৃত্তের এলোমেলো দেয়ালে,
তবু ব্যস্ত সময় জড়িয়ে ধরে আদিগন্ত মায়ায়…….
আড়ি পাতা জোছনায় ভেসে যাচ্ছে চাঁদ,
গড়িয়ে পড়ে বেভুল ঊনকোটি কথায়,
আলেয়ার নিখাদ আলো,
গোপন নিখুঁত সংলাপ,
তছনছ আমার সহস্র হৃদয় কুঠুরি,
তবু মগ্ন থাকি বিষাদের নিপুণ ইশারাতে………
মনের গুল্মলতায় খুঁজে চলি সমান্তরাল আস্কারা,
অস্থিরতার সীমারেখা পেরিয়ে অভিমান আজও রয় কান পেতে….