তরুণ তুর্কি রক্তের জোয়ারে ভেসে চলে
মুঠোর মধ্যে বিশ্বকে নিয়ে,
আমির মধ্যে সহস্র আমি কিলবিলিয়ে
জেগে ওঠে বুভুক্ষতার সামনে,
যত খিদে আছে মেটে না কেন
একসাথে কার অভিপ্রায়ে ?
পাল টাঙিয়ে প্রতিকূলতা জয় করেও
দূরের সীমা বুকে এনে
এখনো আত্মীয় হলাম না
নিজের কাছে,
দুঃখ যেন অলঙ্কার হয়ে গলায়
ঝোলে, ঝুলতে থাকে অবোধ এক শক্তিতে।