শিল্পই ছিল স্বাক্ষর তার কর্মের পথ ধরে,
সেই স্বাক্ষর রয়ে গেছে আজো উজ্জ্বল অক্ষরে।
সাহিত্য পথে লেখকের রূপে তিনি যে স্নিগ্ধ ধারা,
কর্মজীবন বর্ণচ্ছটায় সমভাবে মাতোয়ারা ।
তিনি বহুমুখী গুণের আকর বিচিত্রপথ গামী,
সূক্ষ্ম কর্মচেতনায় তিনি বিশ্বের কাছে দামী।
ছবি নির্মাণ! তাই নয় শুধু, শিল্প নির্দেশনায় ,
সমভাবে তিনি উজ্জ্বল আজো মনের মণিকোঠায়।
সঙ্গীত আর গ্রাফিক্সে ছিল সুনিপুণ দক্ষতা,
বিশ্বের কাছে তিনি যেন এক অভিনব রূপকথা ।
আন্তর্জাতিক খ্যাতিতে পূর্ণ দুহাত গিয়েছে ভরে,
‘পথের পাঁচালী’ ঝুলি ভরেছিল এগারো পুরস্কারে।
‘অপরাজিত’ই বিশ্বমহলে করেছে অপরাজিত,
অপুর ‘ট্রিলজি’ বিশ্বসভায় পরম সমাদৃত।