নেমেছিল বৃষ্টিসুখ আচমকা অবিরল
ঝরঝর ঝরঝর ঝরঝর
একঘেয়েমির সুরে সারা দিনমান,
ডানাকাটা বিষ্ময়-পরী তো নয়
তবু ছিল চমক জাগানো বিভা,
সোনার মোড়কে ভরে এনেছে
অকল্পিত সাত রাজার ধন।
অন্য জীবনে আনমনা আস্কারায় দিনটা
উজানের স্রোতে পেল প্রাণ,
বুকভরা আশাপ্রদ স্বপ্নগুলো নিয়মনিষ্ট-
মিষ্টি শায়রে ডুবতে ডুবতে ডুবতে
পেরোবেই এবার ভুবন।