একটা অদৃশ্য সামপানের ছায়া দেখতে পাচ্ছি
নিয়ে যাবে দূর অজানা জগতে
মেঘের স্বাদ জন্মেছে জিভে
খাঁচা তে পাখা দুটোর ভীষন শ্বাসরোধ হচ্ছে
ভীষণ অসুখ মনের
ক্ষত মাপতে গেলেই
দুটো চোখ খুব কাছে পেতে ইচ্ছে করে
ডুবে যেতেও…
কিন্তু এ ডুব যে বাঁধনে বাঁধে
তাতে অসংখ্য কাঁটা
মায়া কাটাতেই
মায়াবী শব্দের চাষ করি-
অন্ধকারের জোনাকি