অনেক সময়ের বর্ণনায় বুক কাঁপে ব্যথায়
আজ তোমার অনুপস্থিতি আমাকে কাঁদায় ;
কেন তুমি এলেনা সে কথা বেদনাবিধুর ভাবনায়
আমার এই আসার সার্থকতা পায়নি ঠাঁই ;
আপন মানুষগুলো আপন হয়; পর পরই হয়
হতভাগা বিধাতার লেখনীতে কপালে ছিল এই
আমার ভূমিকা আজ পেল না ভূমিকা
ভূমিকাহীন এই পৃথিবীর পথে আমি বড় একা ;
ভূমিকাহীন আমার আমিকে মেনে নেওয়া যায় না
মেনে নেওয়া যায় না আচরনের এমন কদর্যতাকে
মাধুর্যের পাহাড়ে ডুবে গিয়ে ভেসে ওঠে কখনো কখনো।
থেমে যাওয়া জাহাজ আজ ডুবে যাওয়া স্মৃতির কথা বলছে
স্মৃতিগুলো ফ্যাকাসে বিছানায় শুয়ে আছে ;
ঘাট বদলের নৌকার ভিড়ে সবাই ফিরে গেছে নীড়ে
কিছু কীটপতঙ্গ রচনা করে তাদেরই সঙ্গ কিছু থাকে তীরে ,
আবার অন্ধকার নেমে আসে রাস্তায়
অবাধ বক্তব্যের মহড়ায় নিশানা মিশে যায় ভুল ঠিকানায়
বেখেয়াল মন্তব্যে আছাড় খায় চেতনার ব্যর্থতা
ভুল সেতো ভুলই হয়, মরে যায় চেতনা, মরে যায় মানব সভ্যতা।