মধ্যরাতে তোমাকে বরণ করেছে শঙ্খ-ঘন্টা, উলুধ্বনিতে
ক্ষুধিত শিরার পটে স্বাধীনতা জ্যোৎস্নার অমল ধবল ছবি
হাজারো শহিদের রক্তে স্নাত ভোরের সূর্য তুমি,
শক, হুন, মুঘল, ইংরেজ অনিশ্চয়তার দীর্ঘ ছায়া পেরিয়ে,
স্বাধীন ভারতের মূল ভূখণ্ডে জাতি-ধর্মের মাপকাঠিতে নো-ম্যানস ল্যান্ড
মানচিত্রে নাগরিকত্ববিহীন নাগরিক,অধিকারবিহীন জীবন,
আজকাল স্পষ্ট দেখতে পাই দীর্ঘশ্বাসের উদাসী বিলাপ
মৌলবাদের বিষাক্ত অক্সিজেনে বিধ্বস্ত বিগত ইতিহাস
জাতিবাদের কানাগলিতে আটকে আছে উন্নয়ন,
সাজানো বাগানে ঢুকে পড়েছে, একশ গণ্ডা কাঁকড়াবিছে
ভাঙ্গাগড়ার ইতিহাসে ভূগোলের সীমারেখা থাকে না
এ পঙ্গু দেশে কোথায় হবে এর শেষ?
প্রতিটি অলি-গলিতে চলে চণ্ডালের অবিরাম নৃত্য
আকাশ জুড়ে হাড়গিলের উড়াউড়ি আর কুকুরের বীভৎস কান্না
কত দশক ধরে চলবে তৈমুর অভিযান?
টুটা-ফুটা হাজারটা ক্ষতে বড় বড় সেলাইয়ে রিফুর কাজ চলবে
ফাঁক গলে বেরিয়ে আসবে কাতারে কাতারে বেকার
ডিমনিটাইজেশনে দরিদ্র আরো দরিদ্র, নিঃস্ব ভিখারি
মর্জিমাফিক কাট ছাঁটে ওলোট পালোট হাওয়া
কারখানার স্তব্ধ মেশিন শ্রমিকের ঘামে মরচে ধরেছে
জমি যার লাঙ্গল তার প্রতিশ্রুতি প্রেসনোটে ধুলোর পুরো আস্তরণ
স্বাধীনতার বাল্যকালের স্বপ্নের খেলাঘরে নোংরা জল ঢুকে গেছে,
ঘাতকের বধ্যভূমিতে দাঁড়িয়ে আতঙ্কে দিন কাটে নূতন নূতন ফরমানে,
উইংস-এর আড়ালে প্রাতিষ্ঠানিক ভাইরাসেরা ধ্বংস করে জীবনের ছন্দ
জলজ্যান্ত সকালটা নীলামদার ফেরিওয়ালার হাঁকে হারিয়ে গেল
ক্লোজ ডোর কনফারেন্সে খসড়া জনবিরোধী নীতির
অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক আগ্ৰাসনের গিলোটিনে সভ্যতার ইতিহাস মৃত
আবার ফিরে যাবো অতীত ইতিহাসে, দেশটাকে টুকরো টুকরো করে ভাঙবো
বদরাগী বিশ্বামিত্রের অভিশাপে ভারত আজও ষড়যন্ত্রের চক্রব্যুহে বন্দী,
সার্বিক দ্রোহচেতনায় আজ বোধহয় বেশি প্রয়োজন জাতি–বর্ণহীন গাণ্ডীব,,