শুকনো ঠোঁট দেখে কি বোঝোনা?
অজস্র জন্ম ধরে শেকড়ে জল পড়েনি
রোদ ও
অন্ধকার বড় হচ্ছে দিন দিন
আমরা অজান্তেই পুতুল হচ্ছি
কালো মন্ত্রগুলো ছুঁড়ে না ফেলে
কাঁচের ঘর বানাতে ব্যাস্ত রঙিন সমাজ
শুকনো ঠোঁট দেখে কি বোঝোনা?
অজস্র জন্ম ধরে শেকড়ে জল পড়েনি
রোদ ও
অন্ধকার বড় হচ্ছে দিন দিন
আমরা অজান্তেই পুতুল হচ্ছি
কালো মন্ত্রগুলো ছুঁড়ে না ফেলে
কাঁচের ঘর বানাতে ব্যাস্ত রঙিন সমাজ