অন্ত্যমিল ছন্দের দ্বারা সাদা কাগজে মনের ভাব পায় প্রকাশ,
কবিতার প্রতিটি ছন্দে নিমজ্জিত কামনার উষ্ণ নিঃশ্বাস l
অতৃপ্ত কামনার তীব্র আকর্ষণ,কি বিকট !অসহায় দর্শন,
নিরালায় কবিতা মাঝে খুঁজে পাই অন্ত্যমিলের বর্ষণ l
হৃদয়ের তপ্ত কোঠরে প্রজ্জ্বলিত অশ্রুসিক্ত সুরের ব্যাঞ্জনা,
দুর্মর কামনার আগুন, বিমর্ষ বিলাপময় যাতনা,
কবি সত্তায় বিরাজমান উচ্চবর্গীয় চেতনা,
কবিতায় পরিপূর্ণতা আনে কবির অন্ত্যমিলের সাধনা l
হয়তো পেরিয়ে গেছে যুগ বিড়ম্বনায়,তাই ভাবি আর কি প্রয়োজন?
নির্দয় বেলায় হৃদয় মাঝে ফুঁটে ওঠে অন্ত্যমিলের আস্ফালন l
একদা উদ্দাম চিন্তাধারা সাড়া দিয়ে যায় কলমের কালিতে,
বিক্ষিপ্ত স্মৃতি সকল জড়ো করি ছন্দের ডালিতে l
ধূলোপড়া ধূসর ডায়েরীতে অতীতের স্মৃতির স্তূপ,
তাহাই কবিতা মাঝে তুলে ধরি অন্ত্যমিল স্বরূপ l
সাহিত্যের সাগরে সন্তরণে অদক্ষ হয়েও দিয়েছি অনল সমুদ্রে পাড়ি,
এমতাবস্থায় লেখনী সৃষ্টিতে অন্ত্যমিলের হাত ধরি l
সাহিত্যের কাণ্ডারীর তরুণ মাঝি আমি, খুঁজি অন্ত্যমিল,
হৃদয় কোঠর রয় সন্ত্রস্ত না হয় যেন গড়মিল l
লেখনীর ধারার মাঝে অন্ত্যমিল বয়ে আনে ছান্দিক আবেশ,
সাহিত্যের মাঝেই যেন সমাহিত রয় মোর জীবনের অবশেষ ll