নিশি এখনও তন্দ্রা মগ্ন
টিকটিক করে বয়ে চলেছে সময়ের ঘড়ি
চেতনারা বাঁধা আছে মায়াতে
অপেক্ষার সীমান্তে প্রেমের সাঁঝবাতি,
পাতা ঝরা বসন্ত আসেনি এখনও
কুয়াশা মাখা শিউলি ঝরা ভোর এখনও অপেক্ষারত
বঞ্চিত ইচ্ছেরা আগুনের উষ্ণতায় ঝলসানো
তাই প্রেমের কাব্যরা আজও ব্যালকনি নির্ভর,
আধমরা চিত্তে ঝড় তুলে যায় ফাগুনের আবির রাঙ্গা ধুলো
ঝরাফুলের আবেশে প্রকৃতিও বিষণ্ণতায় মাখা
অভিমানের করিডোর ঘেঁষে দাঁড়িয়ে ললাটের জমাটবাঁধা অমাবস্যা,
রজনীগন্ধার সুগন্ধে ঝরে পড়ছে অনুযোগ,অভিযোগের নেশা
নিস্তব্ধ আঁধারে ছড়িয়ে পড়ছে সর্বগ্রাসী উন্মত্ত লেলিহান ক্রোধের অনল
তমসামগ্ন রাতের নির্লজ্জতা গায়ে মুড়িয়ে
শিরায় মিশেছে ভাঙ্গনের ব্যবচ্ছেদ,
তারায় ভরা আকাশটা নিঃসঙ্গ বুকে জড়িয়ে নিয়ে
অবসাদের ডালি রিক্ত আর্তনাদের বিদগ্ধ ঘ্রাণ ছুঁয়ে
অমৃতবারি সিক্ত মন আজও চেয়ে আছে প্রেমিকের মুগ্ধ নয়নের মুকুরে,,,।