অনুলিপি খুঁজে চলি তন্নতন্ন করে,
বিবর্তনের প্রতিশ্রুতির ভুর্জপত্রে,
সাজিয়ে রাখা প্রাগৈতিহাসিক উল্কি,
আমি দেখেছি প্রেমের রক্তাক্ত যুদ্ধে,
শুধুই খেলে চলে মনহীন
লুকোচুরির বালুচরী খেলা…..
নিশুতি রাত ফিসফিস করে জানান দেয়,
অপ্রাপ্তি হৃদয়ের দীর্ঘশ্বাস,
শুকনো পাতার মর্মরে সেরে নেয়,
অতৃপ্ত মনের অভিলাষা ইচ্ছেপূরণ…….
ধূলোময় প্রান্তরের শুষ্ক রুক্ষতায়,
এগিয়ে চলে প্রানহীন প্রহর-
তবু খুঁজে চলি নিরলস,
ধ্বংসাবশেষের ইতস্তত বিক্ষিপ্তের মাঝে-
অনুরাগের মখমলী দলিল………