তোকে ছুঁলাম আজ হঠাৎ কালবোশেখে ।
এলোপাথারি আনাচ কানাচ
দমকা হাওয়ার তোড়ে ।
দীর্ঘ খরা মরুর দেশে জাগলো বসন্ত ।
বাঁধ ভাঙা সুখ আছড়ে বুকে
দিন যে পড়ন্ত ।
বৃষ্টি এল শিরশিরিয়ে ।
বুকের মাঝে ঝড়ের তোড়ে
ধরপরিয়ে রিমঝিমিয়ে ।
টাপুর টুপুর বৃষ্টির সুরে
ইমন নাচে বেহাগ রাগে
হাপুসুটি আদর ফাগে ।