বুকের ভেতরে অসংখ্য শব্দের সংসার!
শব্দগুলো আবার শুধুমাত্র শব্দ নয়,
একেকটা শব্দে কত কত কাব্য,কবিতার শরীরী বিন্যাসের স্মৃতি ঝাঁকে ঝাঁকে,
এক সাগর কথারা হেঁটে বেড়ায় বুকের চাতালে,
কিছু কথারা ব্যঙ্ময় হতে চেয়ে ভাবনার দেয়ালে
মাথা কুটে,
কিছু কিছু কথা অভিমানে নীরবতার ভাঁজে মুখ গুঁজে
একরাশ পুঞ্জীভূত বেদনার মেঘে।
কখনো,ব্যথাময় কথারা অনুভবের আঁচলে মুখ ঘষে
ভালোবাসাকে সযত্নে থেকে রাখে ,
যেন,অমূল্য পরশপাথর!
যা ছুঁয়ে দিলেই একটা পুরো জীবনের উপন্যাস।
কিছু কথা হালকা বাতাসে উড়তে থাকে কোন কিছুর পরোয়া না করেই,
কেননা,কথা তো নিছক কথা নয়,
অসংখ্য স্মৃতির মেদুরতা মাখা অসংখ্য অনুভূতি,
কখনো,শরীরী আস্বাদনে বিভোর তন্ময়,
কখন বা, তীক্ষ্ণ কথার হুলে শতধা ক্ষত- বিক্ষত,
কথারাই তো স্মৃতিময় আবেগে মথিত করে গভীর অনুরণনে অনুপম অনুভবে।