দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করে অভাব-অনটন থাকেই তাদের সংসারে
তাদের ছেলেমেয়েদের জোটে না খাবার,
সুযোগ সুবিধা,অন্যান্য মৌলিক অধিকার।
এসব শিশু জীবন বাঁচাতে নামে সংগ্রামে
তারা জড়িয়ে পড়ে ঝুঁকিপূর্ণ কাজ-কর্মে
চাহিদা মেটাতে অক্ষম বলেই ঘর ছাড়া
অযত্ন অবহেলায় হয় না যে লেখা পড়া।
সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্য বুঝা বড় কঠিন
এই শিশুরা শুধু ক্ষুধায় খোঁজে ডাস্টবিন
পথকলি টোকাই বানায় তাদের সমাজ
এদের খবর কেউ রাখতে চায় না আজ।
তারা দুবেলা এক মুঠো ভাতের জন্য
চুরি, ডাকাতি করে হয় জীবনে ধন্য
ঘরের শিশু ঘরে আদরে ভালবাসায়
পথশিশু পথে অনাদরে অবহেলায়।
পথের শিশুর দেখি রুচি আস্তাকুড়ে
ঘরের শিশুর হয় অরুচি খাদ্যাহারে
পথকলি মলিন বসনে থাকে তাকিয়ে
বাসিপচা খাবার খুঁজে খায় তারিয়ে।