শীত কুয়াশায় আবছা আকাশ
যায় না দেখা স্পষ্ট,
অনাথ শিশু কাঁপছে বেজায়
পাচ্ছে ভারী কষ্ট।
রবি মামা গগন বুকে
কিরণ ঢেলে দিলে,
অনাথ দুখী হাঁপটা ছাড়ে
খানিক স্বস্তি মেলে।
ভুগছে ওরা বিধির ফেরে
নাইকো তাতে সন্দ,
সূর্যি মামা উঠলে পরে
তাপের ছোঁয়ায় নন্দ।
শীতটা এলে অনাথ জনে
তাই তো কাঁপে ভয়ে,
খড় কুটোতে আগুন জ্বেলে
কাটায় ওমটা লয়ে।
গরম জামা লেপ কম্বল যে
নেই কো ওদের কাছে,
বিত্ত শালী হলে সহায়
অনাথ শিশু বাঁচে।