কি উপহার দেব তোদের
কিছুই আমার নাই!
ভালোবাসা চলবে নাকি
দিতে পারি তাই।
প্রজাপতি ধরে দেব
শুনবি তোরা গান,
খুকুমনি রাগ করেছে
ডল টেনেছে কান।
খোকা বলে এই যে টুনি
করিস কেন রাগ!
হোলির দিনে কিনে দেব
নানা রঙের ফাগ।
মা উপহার চলবে মাসি
অনাথ বালক কয়,
প্রতি পলে আশ্রমেতে
লাগে ভীষণ ভয়।