বিচ্ছিন্ন দ্বীপ ।
স্বজন বিহীন।পৃথিবী চলমান ।
ঘড়ির মতো ঠিক ।
সর্বদা করে টিক টিক ।
টুকরো টুকরো ছবি উড়ে আসে
কখনও বা মালা গলায় মঞ্চে ।
বঁধূ বেশে নির্জনের ঘরে ।
চাওয়া পাওয়ার দ্বীপ।
তবুও নির্জনের সাথে বকমবকম
করেছি কত শত দেশে ।
হিম পড়েছে হেমন্তে।শীত এসেছে ।
নির্জনের সাথে কথা কমেছে ।
বাঁধন হলো ঢিলে, ভিতটা নড়বড়ে,
অনাগত এস।আমায় গ্রহণ কর ।
অনাগত আসে রংগীন পাখামেলে,
হাত ধরতেই চোখ ভরে জলে ।
বসন্ত বিদায় নিয়েছে।শরীরে কম্পন
তবু অনাগত তুমি এসেছ,প্রদীপ টা
ধরো, বড় আধাঁর, ভারী হয়েছে বাতাস ,
দেয়াল বুঝি চেপে ধরবে আমায় ।