বেছে নিয়েছি ম্রিয়মান নিভু আঁচের আবছা পথ,
বিজ্ঞাপনের ভীড়ে হাজার আলোর ঝলকানি,
প্রতিটি বাঁকেই জমে আছে মৌনতার বিস্তর ছায়াতল,
উর্ধবাহু চেয়ে থাকি শান্ত সমাহিত মহাকাশে,
অন্তহীন চেনা চোখ জ্বলছে নক্ষত্রের ভীড়ে।
ফিরে আসে না কেউই প্রস্থানের পথ ধরে,
আবদ্ধ মায়ার রাশ আলগা হয় মুক্তির আশে,
বুকের উষ্ণতায় জাপটে ধরে রাখি শৈশব;
ধূসর দৃষ্টির প্রান্তর ভরে থাকে সবুজ সজীবে।
পরিচিতি ইচ্ছেরা খোঁজে জোনাকির আলো,
জমাট বাঁধা ক্ষতগুলো সেঁকে রাখি নিভৃতে,
যন্ত্রণার চোরাস্রোতে খুঁজে চলি ঝিনুক,
মুক্তো হয়েও যে আবদ্ধ সম্পর্কের অনন্ত বন্ধনে।