হে কাপালিক অধম তুমি
নরকের কীট বলি,
তোমার মতো পাঁজি লোকে
নষ্ট করছে কলি।
তোমার যত সাইকো রুগী
পথে পথে ঘোরে
শত শত পাগল দেখি
কলম চালায় মোড়ে।
মানুষ যখন পশু হচ্ছে
কর্কট রোগে কলম
যতই তুমি পণ্ডিত ভাবো
পাবে না তো মলম।
ইতর তুমি অধম তুমি
অভদ্র সব বুলি,
মধুকবি হাসতে হাসতে
করত তোমায় গুলি।
জন্মের সময় দিত যদি
একটুখানি মধু
চিরতার জল খেয়েছিলে
বলে দেখি যদু।
ভবিষ্যতে যাবে নিশ্চিত
পাগলাগারদ রাঁচি
তোমার মতো সনেট পোকা
বিদায় হলে বাঁচি।