কী এমন পোতাশ্রয় পেতেছো চুম্বকে !
দলে দলে নৌকা দাঁড় এ মনের টানে
টেনে আনে আমারই জন্মদ্বীপাবলীর অদাহ্য স্মৃতি ।
আমার অন্তঃপুরের এক কোণে এক পায়ে খাড়া
আশ্চর্য নিরালায় দেখো লড়ঝড়ে লাইটহাউস ।
আলোকবৃত্ত ঘোরায় এক সুদর্শন সন্ন্যাসী পোকা ।
কৈশোর দৃশ্যের ঘুড়ি হাত ধরাধরি
বেড়ে বেড়ে যৌবনের পরী ,
নেমে আসে ভিক্টোরিয়ার ডাকে প্রেমের কম্পাসে ।
দশ দিক ঘুরে এসে সব দিক
এক সাথে বলে
— সংসারী শোকাকাশে জানা জানা
প্রেমিকারা অজানার ডানা ।
তবুও স্মৃতির সরে নবনী বিকেল ফোটে
ব্রজের বাগানে ।
আবারও প্রেমিক হই অতৃপ্তির বিস্ময় সন্ধানে ।