চোখ লেগে আছে দুটি কালো আকাশেই
ভাঙা গড়ার উৎসব ক্ষণে ক্ষণে।
এই তুমুল নেশায় বৃষ্টি রোজ
নোনতা পায়েস।
তবু ফোটায় রজনীগন্ধা
আতর ছরায়।
আরও কিছু জন্ম ও দৃষ্টি চেয়ে নিয়ে
প্রেমিক হব।
সেই অতৃপ্তি প্রসব করে অনাদ্য ভালোবাসা।
চোখ লেগে আছে দুটি কালো আকাশেই
ভাঙা গড়ার উৎসব ক্ষণে ক্ষণে।
এই তুমুল নেশায় বৃষ্টি রোজ
নোনতা পায়েস।
তবু ফোটায় রজনীগন্ধা
আতর ছরায়।
আরও কিছু জন্ম ও দৃষ্টি চেয়ে নিয়ে
প্রেমিক হব।
সেই অতৃপ্তি প্রসব করে অনাদ্য ভালোবাসা।