অজ্ঞ লোকের মিছে বড়াই
লম্বা ভাষণ সাজে,
শিক্ষার গায়ে ছিটায় কালি
নেইকো তারা লাজে।
প্রকৃত যে জ্ঞানী মানুষ
নীরব থাকেন মানি,
গভীর জলে রোহিত মৎস্য
লুকায় পাকে জানি।
অজ্ঞ জনে মূঢ়তা যে
চালায় গায়ের বলে,
শিক্ষা দীক্ষার লেশমাত্র নাই
কথার চালে চলে।
এসব লোকে নিজ বিজ্ঞতা
জাহির করতে গিয়ে,
লোকের কাছে নিন্দাভাজন
শ্লেষ কটুক্তি নিয়ে।
অজ্ঞ লোকে সবজান্তা ভাব
ছেড়ে যেদিন দেবে,
জ্ঞানের পাঠে জ্ঞানীর কাছে
শিক্ষাটা ঠিক নেবে।