এমন অপরিসর জমিতে আঁচড় কাটার
কোনোই ছিল না প্রয়োজন ,
এই ক্ষুব্ধ তিক্ত মননে কলহ সৃজনে
ছিল না তেমন সবল ইচ্ছে –
এ যে অনন্য প্রতারণা !
এর মূলে কার কার মুখের সীমায়
প্রচ্ছন্ন মুচকি হাসি-যে কারণে
গাছপালা এবং পাখিরাও
ছিঃ ছিঃ ছিঃ করে প্রবল বাতাসে।
এই যে আমার শব্দ খোঁজায়
এবং দোলায় গলদঘর্ম,
এই যে আমার হড়কে চলার
প্রতিবেদন এবং ভাঙতে ভাঙতে ভাঙতে
গড়েই ফেলি ছন্দের হাসি-কান্না,
এরও উৎসে কি গোপন অতিগোপনে
গাছ-পাখি-মেঘের কোনো কার্যকারণ?