কাক ও কোকিল তীব্র রোদে
পাচ্ছে ভীষণ কষ্ট
শালিখ বলে ছাওয়ায় বসি
সময় হচ্ছে নষ্ট।
ময়না টিয়া গান ধরেছে
বৃষ্টি দাও গো ধরা
ভরদুপুরে প্রখর তাপে
পাখিরা আধ মরা।
সারস দেখি জলাশয়ে
বকের সাথে আসে
মধ্যাহ্নে যে রবি মামা
রক্তিম চোখে হাসে।
দুপুর রোদে পাখিরা সব
কিচিরমিচির করে
চড়ুই বলে ঠাণ্ডা হতে
চলি বাবুর ঘরে।
পানকৌড়িটা পিপাসার্ত
জলপান করতে আসে
চাতক পাখি বলছে হেঁকে
কষ্ট বৈশাখ মাসে।