কালো মেঘে আঁধার ঘনায়
বক্ষ জুড়ে হৃদয় কাঁপায়
বৃষ্টি পড়ে অল্পধারে
প্লাবন ভাঙা নদীর পাড়ে।
মনের ভিতর গুমরে মরে
বাইরে যাব কেমন করে?
অভিমানে বুকটা ভরে
ঢেউ ওঠে যে মন সাগরে।
শান্তি খোঁজে মনের আঁধার
ব্যাকুল হয় হৃদয় যে তার।
কালো মেঘে আঁধার ঘনায়
বক্ষ জুড়ে হৃদয় কাঁপায়
বৃষ্টি পড়ে অল্পধারে
প্লাবন ভাঙা নদীর পাড়ে।
মনের ভিতর গুমরে মরে
বাইরে যাব কেমন করে?
অভিমানে বুকটা ভরে
ঢেউ ওঠে যে মন সাগরে।
শান্তি খোঁজে মনের আঁধার
ব্যাকুল হয় হৃদয় যে তার।