কর্মনাশা দিনগুলোতে প্রেতাত্মারা ভর করে
অস্থির মগজের কেন্দ্রালয়ে।
কেন্দ্রে ছিল শান্তির মহান পূর্ণ সহাবস্থান
এক্ষণে সব ওলটপালট মহাশ্মশান।
শশ্মানে-মশানে শিবারা মাংসপিণ্ড নিয়ে
হৈ চৈ হৈ চৈ আর ব্যস্ততায় তুলকালাম,
হা জগদীশ্বর! কোথায় তবে এলাম
কাকেই বা জানাই সেলাম সেলাম?
সেলামের তোয়াক্কা না করে বাজী ধরে
জাঁহাবাজ মন্দ দিবসের নানান ছলাকলা
প্রতিবার তর্জনী তুলে বারবার শুধোয়,
কার জন্য কার জন্য এমন কাণমলা?
শতবার কাণমলায় নীরব দর্শক বুঝি রুচি,
কানে কানে হাওয়া বলে যায়
পতনের অশুভ সমাচার,
এত এত এত কাদা গায়ে মেখেও
আমরা নিজেদের ভাবি শুচি!