আমি তো কোন কবি না!
কলম কথা বলে না।
কাগজ কলম নিয়ে বসি
মাথায় লেখা আসে না।
সমাজ নাকি রাজনীতি, কোনটা বিষয় হবে
আকুল হলাম ভেবে ভেবে।
কোন বিষয় আসে না মনে
কলম ফেলে যাই চলে, ঘরেরই এক কোণে।
প্রেম প্রীতি বা ভালোবাসা
কলমে এখন আসে না ।
মাথায় নিয়ে অনেক কথা
লেখায় আমার ফোঁটে না।
প্রকৃতি নিয়ে লিখব বলে
বসলাম গিয়ে টেবিলে
কাগজ কলম থাকল পরে
একটি লাইনও ফুঁটল না।
আমি তো কোন কবি না!
যতই তোমরা বলো।
সত্যি কথা এটাই হলো
কবিত্ব আমার আসে না।