ঘুমঘোর || Tirtha Troina
ঘুমঘোরে অন্ধকারে তুমি মিশে থাকো আলোরণ, বুকের মাঝখানেতে,এই বেঁচে থাকা…
ঘুমঘোরে অন্ধকারে তুমি মিশে থাকো আলোরণ, বুকের মাঝখানেতে,এই বেঁচে থাকা…
জরি আয়নার দিকে তাকিয়ে আছে জরি। টকটকে লাল রঙের লিপস্টিক…
সময়ের কাঁটায় আরও বিক্ষত হও গোলাপ,তারপর ধ্বংসস্তুপের নগরীতে হয়ে থাকো…
আকাশের নীচ দিয়ে উড়ে গেছে যে বাদুর একাদেখেছি মানুষেরাও হাত…
জলজ চোখ নিয়ে পরেছি বিপদেযেখানে সেখানে তো আর যায়না বিসর্জনচোখকে…
তোমার মনে ঝরুক আমার মনতোমার মনে ফুঁটুক আমার মনএইযে জীবন…
আঙুলের ভাজে আঙুল আঁকড়ে ধরা যাক,পুরোনো রঙ খসে পড়া দেয়ালে…