সুখপাখি || Dipanjali Biswas
সুখপাখি তুই হারিয়ে গেলি কোন সে কাননে?কোন তরুতে খুঁজবো তোকে…
সুখপাখি তুই হারিয়ে গেলি কোন সে কাননে?কোন তরুতে খুঁজবো তোকে…
এই যে এতো কোলাহল – বর্ণিলতা – বৈচিত্র্যস্পষ্ট উচ্চারণ –…
শুনশান চরাচরকুন্ডলী পাকিয়ে ওপরে ওঠে ধোঁয়া… নীচে কচুরিপানায় ভরা মরা…
জলছবি ধরা থাকে তারায় তারায়জল বেয়ে নেমে আসে পাতার ধারায়নেমে…
আকাশের বুক ভার হলেই বড় দ্রুত আঁধার নেমে আসে পৃথিবীর…
একটা জীবন শুকিয়ে যায় সূর্যতাপেবুকের ভেতর ধড়ফড়ানি রক্তচাপেতৃষ্ণা খিদের নির্ঘুম…
বাতানুকূল ঘরে সৌন্দর্যের সাধনা চলে।দক্ষ ও অভিজ্ঞ হাতে তীক্ষ্ণতা পায়…
জানি তুই দূরেবেহাগের সুরেতোকে খুঁজি রোজ স্বপ্নের পুরে পুড়ে যায়…
প্রতিবার ঝরে যায় পালক…ডানা ঝাপটানোর মৃদু আওয়াজ কানে পৌঁছাবার আগেই…
একটা সোনার হরিণ কেবল ছুটিয়ে নিয়ে যায়!নিঝুম অরণ্য জুড়ে কেবল…
কিছু সময় পার হয়ে যাক নীরবতায়কিছু সময় থকুক লেখা প্রলাপ…
তবুও একা পথ চলি রোজ ক্লান্তিবিহীনজীবনপুরের বাতাস আলোয় একবুক ঋণ!…
এই যে চেনা নীল বাগিচার শরীর জুড়ে নিত্য ফুটে ওঠা…
দূরে দূরে অনেক দূরে তবুও তো নয় দূরেএকলা মনের খোলা…
রংহীনবিবর্ণ নিবেদনজমে থাকা দায়ভারছেড়ে যাওয়া সব সংগ্রামহতাশার পারাবারনোনা উপকূলকাঁটাবন.. ছবিহীনবহু…
হাওয়ায় উড়ছে ছেঁড়া স্বরলিপি গুঁড়ো ইচ্ছের ধুলোকংক্রিটে মোড়া পথের ওপর…
হাওয়ায় উড়ছে ছেঁড়া স্বরলিপি গুঁড়ো ইচ্ছের ধুলোকংক্রিটে মোড়া পথের ওপর…
পাথুরে দেওয়াল চোখ মেলে নাআবেগে খেয়ালে আর খেলে নাপাথর চোখের…
উড়ো শব্দেরা এখন আর জ্বালায় না সান্ধ্য বাতি-ওদের এখন প্রভাত…
ধাপে ধাপে উঠি যত সময়ের সঙ্গেদেখি বারবার নামি সিঁড়ি ভাঙা…
একটা রোদের প্রান্তর কেবল বন্ধুত্বের হাত বাড়ায়।রোদ! রোদ! কেবল রোদ!কোথাও…
প্রলয় রাতের আঁধার ডাকে আমাকে দেখ আয়আর কত ব্যথা গুনবো…
দূরে দূরে অনেক দূরেআদৌ কোথায় কত দূরে?কাছেই আছি এক্কেবারেসুরের দেশেই…
মন্দিরে মূর্তিতে ছবিতে তোমাকে খুঁজেছি নিরন্তর!করজোড়ে ডেকে ডেকে তোমাকে জাগাতে…
আর কত রক্ত চাও তুমি?হ্যাঁ , আমি তোমাকেই বলছি- ভালো…
কতটা বাষ্প বাতাসে মেশালে নদীর বুকে পড়ে থাকে কেবল শিলা!তার…
পূর্ণর মাঝে অপূর্ণ কিছুকিছু বেশি কিছু কম!জনসমাগমে শত কলরবেবাসর আজ…
বহুদিন ধরে মেঘ জমে ছিল।হয়তো তা ছিল পূর্বাভাস –কালবৈশাখীর-কিংবা অসময়ে…
নদীর বুকে জমা হচ্ছে অনন্ত জল…মাটির হৃদয় থেকে দূরে চলে…
একটা বিষন্ন বিকেল শুকনো ডাল থেকে ঝরে যাওয়া পাতা কুড়িয়ে…
তোমার কাছে ঋণ যে আমার অসীম অগাধঅশ্রু ধারায় না হয়…
একটা রোদের প্রান্তর পার হলে এসে পড়ে আরও একটা রোদের…