পরম্পরা || Biswajit Nag
পরম্পরায় কিছু সম্পর্ক থাকে বেঁচেবর্তে,জল বাতাস ছাড়াও চলে ক্ষীণ শ্বাস,অন্তরায়…
পরম্পরায় কিছু সম্পর্ক থাকে বেঁচেবর্তে,জল বাতাস ছাড়াও চলে ক্ষীণ শ্বাস,অন্তরায়…
মিঠেল রোদে এসো বসি কিছুক্ষণ,হিমেল হাওয়া বইছে বয়ে যাক,ঝরাপাতা গুলো…
আজ বসন্ত,মনের বাগানে সারি সারি গোলাপ,ইচ্ছে রঙে রাঙানোর অবসরেকানে বেজে…
ইচ্ছেগুলোকে দিলাম হাওয়ায় উড়িয়ে,এখন তো বসন্ত বাতাসের একটানা বেগ,বুকের পাঁজরে…
আমার একাকীত্ব ভরিয়ে দেয়হলুদ পাখির কলতান,তোমার অনুপস্থিতির শূন্য বিকেলেযেন ক্ষত…
স্বপ্নের অসামঞ্জস্য ব্যাপ্তি বড্ড বেমানান,দৈর্ঘ্য দীর্ঘ হয়ে হয়ে শুষে নেয়…
সন্তানের মুখে পড়েছে মায়াবী চাঁদলেপ্টে আছে অকৃপণ জোছনামুগ্ধ দিয়ালা ছড়ানো…
অন্ধকার আর ঘাসের মতো মুখ গুঁজে পড়ে থাকে না,সবুজ এখন…
ছুঁয়েও ছোঁয়া হোলো না-অথচ সাজিয়ে রেখেছিলে ঐশ্বর্য,অবয়ব হীন প্রত্যাশার উর্দ্ধগামী…
ক্লান্ত অক্ষরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক ওদিক,চলছে টানাপোড়েন স্থিতিস্থাপকতার অবৈজ্ঞানিক…
স্মৃতিকোঠায় ঢুকে পড়েছে বেনোজল,খসে পড়ে বিবর্ণ হলদেটে পলেস্তারা,সময়ের ঘোলাজলে পাক…
হাবুডুবু খাই তোমার আঁকাবাকা গভীর জল ঢেউয়ে,ডুব সাঁতারে নিরুদ্দেশ অন্তলীন…
মনের ডাকবাক্স হারিয়ে গেছে কবেই,ঠিকানা খুঁজে খুঁজে হয়রান অস্থির পা,চোখ…
আলো আঁধারির রঙ্গমঞ্চে ঠিকরে পড়ে আলো,সময়ের তালে তালে অব্যর্থ চালে…
সবাই চলে গেছে গন্ডী ছেড়ে এদিক ওদিককেউ মানেনি লক্ষণরেখাউৎস ছুঁয়ে…
শিকড়ের সন্ধানে নেমেছি বহুকাল,দু হাত জড়িয়েছি ঝুরঝুরে মাটি,কোনো এক প্রত্নতাত্ত্বিক…
ক্রমাগত ক্ষয় হতে হতেভঙ্গুর হৃদয়ে বাসা বাঁধে ফসিল,তীব্র আর্তনাদে আছড়ে…
ঠিকানা হারিয়ে গেছে অজানায়,মেঘের কাছে চেয়েছি হদিস,মেঘ, তুমি নিয়ে যাও,…
সবটুকু ছেড়ে না গেলেও হয়তো পারতে!ফেরার পথটা না হয় রাখতে…
নিত্য বয়ে চলা এক যাযাবর পদচারণায়,মুখর প্রতিভাষ রোদ ছুঁড়ে দেয়…
ভালোবাসা, তোমার নাম হোক বসন্ত,ডেকে নিও আমাকে জরি বোনা রেশমি…
আড়ালের আবডালে ঢাকা পড়ে গেছে লক্ষণরেখা,জীবন বয়ে চলে সমান্তরাল অক্ষয়বৃত্তে,ব্রাত্য…
মেঘের আলয়ে ভেসে চলি মেঘের সাথে সখ্যতায়,গারো পাহাড়ের তুরায় জন্ম,…
চল চলি, ভালোবাসার সমুদ্র বুকে নিয়ে-লেভেল ক্রসিং জুড়ে তেপান্তরের মাঠের…
ভীষন সুখে বাঁচতে চাই, না যাওয়া অবধি,ইচ্ছেরা ভাঁজে ভাঁজে জড়িয়ে…
সম্পর্কটাকে ছুঁয়ে থাকি ওতপ্রোতভাবে,দিগন্ত বিস্তৃত উপোসী অনুভবের খেলাঘরে-অনায়াস দক্ষতায় পিছলে…
মাটিতে এলিয়ে পড়ে আছে আমার অভিন্ন শরীর,সবুজ ভেবে ছুঁয়ে ধরেছি…
বিভেদের প্রাচীর ঘেরা মানবিক পথথমকে গেছে একপেশে আস্ফালনে,চৌকাঠের ঘেরাটোপে খাবি…
হৃদয়ের শৈত্যপ্রবাহে উষ্ণতা এখন সঙ্কটজনক বাণপ্রস্থে,পাঁজি নক্ষত্র ঘেঁটেই বেরিয়েছিল প্রত্যাশিত…
ধূসর প্রান্তর পেরিয়ে ছুটে চলি ছায়া আবছায়ার সন্ধানে,বিবর্ণ শুষ্ক বাতাসে…
অজান্তেই চারপাশে ভীড় করে উচ্ছন্নের সুখ,কিছু রোদ রেখে যায় প্রত্যাশার…
বিমর্ষ মর্মরে শুনেছ হৃদয় ভাঙ্গার শব্দ?কিছু কথা জমা রয়ে যায়…