মোর চঞ্চল মন আষাঢ় শ্রাবণ
দুটি আঁখি খোঁজে তোমারে সর্বক্ষণ
বৃষ্টির ফোঁটায় জাগে দেহ মনে শিহরণ
বন্যায় ভেসে গেলে তাই করি ক্রন্দন
তোমারে খুঁজি সর্বত্র মন তাই উচাটন
কৈশোরের প্রেমের কথা করি গো স্মরণ
মোর চঞ্চল মন আষাঢ় শ্রাবণ
দুটি আঁখি খোঁজে তোমারে সর্বক্ষণ
বৃষ্টির ফোঁটায় জাগে দেহ মনে শিহরণ
বন্যায় ভেসে গেলে তাই করি ক্রন্দন
তোমারে খুঁজি সর্বত্র মন তাই উচাটন
কৈশোরের প্রেমের কথা করি গো স্মরণ