ভালবাসি,শুধু এই কথাটি না বলায়
ঝরে গেছে ফুল বকুলের মতো গাছের তলায় ।
হায় হলুদ শেফালি অভিমানিনী
ফুটেছিলে জানি,ঝরে যাবে এতো সহজ দোলায়
তা তো জানিনি ।
সাথে ছিল তাই এনেছি হৃদয়,
ফুল কুড়াবার সাজিটি সঙ্গে আনিনি
কুড়িয়ে শেফালি হৃদয় জুড়াবে ?
ঝরা ফুল বুঝি মানুষ কুড়াবে ?