পুবাকাশে ওঠে রবি, অতি মনোহর ছবি,
দিগন্ত ভরিয়া যায় লালে।
প্রত্যুষে হেরিনু যাহা , অপরূপ শোভা আহা,
দূরে ওই আকাশের ভালে।
এ হেনো সময়ে শুনি, খঞ্জনি বাজায়ে গুণী,
হরে কৃষ্ণ নাম গেয়ে চলে।
কোকিলের কুহু তানে, মুখর করিল প্রাণে,
প্রভাতের প্রতি পলে পলে।
বাগিচায় ফোটে ফুল , আনন্দে পুলকাকুল ,
লাল নীল কত রঙে ভরা।
পতঙ্গ উড়িয়া আসে , দলে দলে মধুমাসে ,
কুসুম সুবাসে ভরে ধরা।
দূর্বার আগার ‘ পরে , মণি জ্বলজ্বল করে ,
কি অপূর্ব শোভা হেরি তায়।
ধরণীর শোভা যেনো , স্বর্গের শোভা হেন,
এ মর্ত্যে ধরা দিতে চায়।
শান্ত দীঘির জলে , হাঁসগুলি ভেসে চলে ,
পদ্ম ফুল ফুটে আছে শত ।
মাছরাঙা ধরে মাছ , তীরে বড়ো বড়ো গাছ ,
নয়ন ভরিয়া হেরি কত।
আজি এ ভোরের বেলা , প্রকৃতির লীলাখেলা ,
হেরি আমি নব নব সাজে।
ক্রমে ক্রমে বাড়ে বেলা , পথে লোকজন মেলা ,
চলে তারা আপনার কাজে ।