“গজ উকিলের হত্যা রহস্য” উপন্যাসটি বিখ্যাত ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও শিশুসাহিত্যিক আশাপূর্ণা দেবী দ্বারা রচিত। উপন্যাসটির শুরু নিম্নবর্ণিত :
দুম করে একেবারে পাশের ফ্ল্যাটে এক ভয়াবহ খুন হয়ে যাওয়ায় গুপী মোক্তার যেন বেভুল হয়ে গেলেন। হবারই কথা, ব্যাপারটা শুধু ভয়াবহই নয় রোমহর্ষকও।
গজ উকিলের লম্বা চওড়া দশাসই চেহারাখানা পাড়ার মধ্যে একটি প্রসঙ্গ ছিল। সেই তাগড়াই লোকটা কে কি না দিনে দুপুরে শুধু গলায় একটা গামছা বেঁধে, যাকে বলে নিহত করে রেখে, কে বা করা কে জানে তাঁর লোহার আলমারির লকার খুলে যথা সর্বস্ব নিয়ে হওয়া হয়ে গেল, কেউ টের পেল না।
উপন্যাসের পরের অংশটি পড়ার জন্যে নিচের লিঙ্কে ক্লিক করুন।
সংক্ষিপ্ত বিবরণ:
বইয়ের নাম : গজ উকিলের হত্যা রহস্য (Gojo Ukiler Hatya Rahasya)
লেখিকা : আশাপূর্ণা দেবী (Ashapurna Devi)
জনার্স (Genres) : উপন্যাস (Novel)
মোট পাতা : 127
PDF Size : 14