চলে যাব অনেক দূর
একদিন
রোদের বেড়া ভেঙে
শেষ হলে আয়ুর লবন
পড়ারটেবিল অথৈ জলে
ডুব সাঁতার
চোখ ঠোঁট বৃষ্টি রঙের শরীর
আকাশের চাঁদ ছায়া ফেলে নেবে স্বাদ
ঠিক সন্ধ্যা হলে
পাখিদের বাড়ি ফেরার গান
মৃগনাভীর গন্ধ
বাতসের হাতে একতারা
চাঁদের বাউল পথ
ধূলোয় লুটায়
দিন নিভু নিভু হলে
নগ্ন হই
আয়নার সামনে দাড়ায়
আয়না চেনায় উলঙ্গ সভ্যতা
পোষাকের রক্ত মাংস পুঁড়ে বেরিয়ে আসে অরণ্যচর
ভাঙে ঘুম
চানের জল টুপ টুপ ঝরে পড়ে
স্মৃতি র এ্যালবাম্বে
ভেতরে ভেসে ওঠে চাঁদ আত্মীয় মেয়েটি
র্নিবাক জ্যোৎস্নার গীতবিতান হয়ে