বাগান জুড়ে চলে খেলা দৌরাত্ম্য ভাই
পরিচর্যা চলছে দেখো,
মাটি সারে যত্ন রেখো,
বেলচা দিয়ে মাটি ভরে দিচ্ছে যে তাই
ঝগড়া বিবাদ দ্বেষ কলহ মাঝে তো নাই।
ঝারি দিয়ে জলের ধারা
ভালোবাসায় পাগল পারা,
যত্নের ফলে ফলন হবে সকলে খাই।
বৃহৎ বৃক্ষ দেবে ছায়া মোদের তরে
লালন করো যত্ন করে,
সবুজায়ন বিশ্ব ধরে,
স্লোগান চলুক বাঁচাও তরু নতুন করে
রোপন করো নব চারা জমির পরে,
অক্সিজেনে পাবি রে বল,
লাগাও তবে গাছপালা চল,
অপূর্ব এক দৃশ্য দেখি চারা ভরে।
বৃক্ষকর্তন দেশের ক্ষতি রাখো মনে
উষ্ণায়নে গরম বাড়ে
ফাঁকা মাঠটি নজর কাড়ে,
পশু পাখি ভালো থাকে নির্জন বনে
ঔষধি গাছ ধূপের ধুনো থাকে সনে।
পাখির বাসা গাছে থাকে,
ফুলে ফলে ভরে রাখে,
পৃথ্বী হাসে বন জঙ্গলে ক্ষণে ক্ষণে।