ভ্রমর ছোটে মধুর লোভে
ফুল বাগিচা পর,
মধু খেয়ে উড়ে বেড়ায়
সারা দুপুর ভর।
প্রজাপতি বেড়ায় সেথা
মেলে দিয়ে পাখ,
কীট পতঙ্গ নানা সুরে
দিচ্ছে কত ডাক।
এমন সময় শিশুর দলে
ফুলের বাগে যায়,
কলকে ফুলের মধু খাবে
খুঁজে খুঁজে পায়।
ফড়িং দাদা ফরফরিয়ে
পিঁপড়েকে ডাক দেয়,
মিষ্টি মধু খাবে নাকি
খবর খানিক নেয়।
ফুলের বাগে জটলা কত
মধুর তরে ভাই,
ঝগড়া বিবাদ ভুলে গিয়ে
বন্ধু হওয়া চাই।