মনের আমি মনের তুমি
মন নিয়ে যত টানাটানি,
মন ভালো তো তুমি রাজা
চলো সামলে, নয় কানাকানি।
মেজাজ ফুরফুরে আছো খাসা
কাতর মনে সন্দেহের বাসা।
বিষন্নতা অভিমান আসবে ধেয়ে
অকারণে বিষাদের গান গেয়ে।
কাবু হবে মান, খোয়াবে অকারণে
থাকবে চুপে অধীন, একমনে।
বিষাদের প্রাচীর টানবে, নিজের মাঝে,
ফুৎকারে উড়িয়ে দাও আপন কাজে।
ফিরে পাবে ফুরফুরে তাজা মন
অট্টহাস্যে আনবে তোমার জয়,
চাবিকাঠি তোমার হাতে, অসীম ধন।
পালাবে বিষন্নতা, বিষাদ, মন খারাপ
সাম্য শান্তি আনন্দ হর্ষে ভরবে চিত্ত,
গেয়ে উঠবে-আনন্দে রবি ঠাকুরের গান,
“আমরা সবাই রাজা
আমাদের এই রাজার রাজত্বে ” ।