ভালোবাসা জীবনের অমূল্য ধন
সকল কাজে নন্দ লাগে,
হাসির মাঝে জীবন ভরে,
প্রেমের তরে ব্যাকুল কাটে প্রতি ক্ষণ
চাঁদের জোছনা মেখে ভরে ওঠে মন।
নদীর তটে কাটায় মোহে
প্রেমের স্বর্গ রচে দোঁহে,
প্রেমের নজির রাখে মানে সব জন।
সংসার সুখে কাটে ভালোবাসা পেয়ে
ধর্ম কর্ম কাজে থাকে,
দুর্গম পথ সোজা রাখে,
সকাল থেকে সন্ধ্যা খেটে চলে মেয়ে
ভালোবাসা জীবনের মধু গীত গেয়ে।
সন্তান বন্ধন জুড়ে,
স্নেহ মায়ার আঁচল ধরে,
জীবন জুড়ে আশা ভরসা মায়া ছেয়ে।
কষ্ট দুঃখ সব সুখে কেটে যাবে
দুজনের ভালোবাসা মাঝে,
সহজভাবে চলবে পথে,
প্রকৃতির বিচার নিয়মেতে পাবে
জপে তপে প্রভু নামে কাটে তাঁর ভাবে।
সৎ পথেতে চলবে তবে,
সৎ কর্মের পথ ধরে,
জীবন তরী বাইবে সুখে ভাত খাবে।