চারিপাশে যত নরপশুরাজ
বিভীষিকাময় রাত,
সাঁঝবেলা হায় ঘরে ফেরা দায়
মাতার কপালে হাত।
সোনার দেশের সোনার ফসল
গ্রাম বাংলার নাম,
কৃষাণ কৃষাণী মাঠে দিন ভর
ঘর্ম সিক্ত কাম।
লকলকে ধান হলুদ বরণ
কমলা বরণ হবে,
সৌভাগ্যের জয়মালা পরে
দেশের শান্তি রবে।
পাশাপাশি দেখো হিংসা কাতর
নগরের বাসী রবে,
স্বার্থসিদ্ধি নীচতা হীনতা
টাকার দেমাক কবে।
দুশ্চিন্তায় কাটায় রাত্রি
পিতা মাতা সব ঘরে,
সন্তান ফেরে কাজ শেষে ঘরে
গুরু কৃপা মাতা বরে।